চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কিছুক্ষণের মধ্যেই ছাড়া পাবেন খালেদা জিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৫ মার্চ, ২০২০ | ২:৩০ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যে মুক্তি পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘জিও তৈরি হয়েছে। সচিব (সুরক্ষা সেবা) সই করেছেন। আইজি প্রিজন বাকি কাজটুকু করবেন।’

এর আগে বুধবার খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দুই শর্তে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার কথা জানান আইনমন্ত্রী।  শর্তগুলো হলো- মুক্ত হওয়ার পরে ছয় মাস কোনও রাজনেতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া। তিনি চিকিৎসা নেবেন নিজ বাসায় এবং বিদেশ যেতে পারবেন না। এই দুই শর্তে খালেদা জিয়াকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রাজনেতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তিনি দণ্ডাদেশপ্রাপ্ত এখনও। ৬ মাসের জন্য দণ্ড স্থগিত করা হয়েছে। ফলে তিনি এই সময়কালে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না।’

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া। সেখানে তার সঙ্গে রয়েছেন গৃহকর্মী ফাতেমা। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকে। ওই বছরের ১ এপ্রিল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত বিশেষ মেডিক্যাল বোর্ড কারাগারে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে। এরপর ৭ এপ্রিল বেলা ১১টা ২০ মিনিটে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে বের করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়। ওইদিন কেবিন ব্লকের ৫১২ নম্বর কক্ষে অবস্থান করেন খালেদা জিয়া। ফের ফিরিয়ে নেওয়া কারাগারে। এরপর ২০১৮ সালের ৪ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করতে ও চিকিৎসাসেবা শুরু করতে পাঁচ সদস্যের একটি বোর্ড গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট। দুইদিন পর ২০১৮ সালের ৬ অক্টোবর বিকাল পৌনে চারটার দিকে বিএসএমএমইউতে আনা হয় তাকে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট