চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৫ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
৫ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

৫ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

অনলাইন ডেস্ক

১৫ মার্চ, ২০২০ | ৫:৪৭ অপরাহ্ণ

দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে ভারত থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ রবিবার (১৫ মার্চ) দুপুরে পেঁয়াজ নিয়ে ৯টি গাড়ি দেশে প্রবেশ করে। প্রতিটি গাড়িতে ২০ টন করে পেঁয়াজ রয়েছে। এর সত্যতা নিশ্চিত করে ভোমরা স্থলবন্দরের তত্ত্বাবধায়ক ইমাম হোসেন

তিনি বলেন, আজ রবিবার বেলা দেড়টার দিকে পেঁয়াজবাহী ৯টি গাড়ি ঢুকেছে। সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে আরও কিছু পেঁয়াজের গাড়ি আসবে। এভাবে পেঁয়াজ আসা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত বছরের ২৮ সেপ্টেম্বর জরুরি ভিত্তিতে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারতের কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞা পর ফেব্রুয়ারির শেষে পেঁয়াজ রপ্তানিতে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত সরকার। এরপর ২৫ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয়ের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে আবেদন করেন হিলির পেঁয়াজ আমদানিকারকরা। এর মধ্যে ৮ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট