চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

বিতর্কিত নাগরিকত্ব বিল পাস বিক্ষোভের আগুনে পুড়ছে ভারত

১১ ডিসেম্বর, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের লোকসভায় সোমবার পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিল (সিবিএ) এর বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে। বিক্ষোভে অচল হয়ে পড়েছে আসাম, মনিপুর ও ত্রিপুরা রাজ্য।

আসামে ইতিমধ্যেই চালু হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি। এই নাগরিক তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৯ লাখ মানুষ যাদের অধিকাংশই হিন্দু। এ নিয়ে আগে থেকেই রাজ্যটিতে ক্ষোভ বিরাজ করছিলো। এবার নাগরিকত্ব সংশোধনী বিলের ঘটনায় সেই বিক্ষোভে যেন পেট্রোল ঢেলেছে।

মঙ্গলবার সকাল থেকে আসামের ডিব্রুগড়, জোড়হাটের বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে প্রতিবাদ-বিক্ষোভে সোচ্চার হন সাধারণ মানুষ। বঙ্গাইগাঁওয়ের বিভিন্ন এলাকাতেও সকাল থেকে চলছে বিক্ষোভ। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ।

শেয়ার করুন