চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মাথায় ডিম ছুড়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

৭ মে, ২০১৯ | ১:১৬ অপরাহ্ণ

এবার অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসনকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে প্রতিবাদ জানিয়েছেন এক প্রতিবাদকারী। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। জাতীয় নির্বাচনে প্রচারণার সময় এক প্রতিবাদকারী স্কট মরিসনকে লক্ষ করে ডিম ছুড়ে মারে।

ক্যানবেরার ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত অ্যালবারি শহরে এ ঘটনা ঘটেছে বলে জানায় বিবিসি।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের প্রচারণায় গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। অনুষ্ঠান চলাকালে এক তরুণী ডিম ছুড়ে মারে মরিসনের মাথায়। তবে  ডিমটি ভাঙেনি।

টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, এই ঘটনায় এক নারীকে ঘটনাস্থল থেকে জোর করে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে ওই প্রতিবাদকারী ঠিক কি কারণে এ ঘটনা ঘটিয়েছে এর কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

প্রধানমন্ত্রী স্কট মরিসন ডিম ছুড়ে মারার ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যায়িত করেছেন।

এর আগে মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার বিষয়ে অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী সিনেটর ফ্রেজার অ্যানিং মুসলিমবিদ্বেষী মন্তব্য করায় তার মাথায় ডিম ভেঙে ভিডিও ধারণ করেন উইল কনোলি নামে এক তরুণ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট