চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রতীকী ছবি

কাশ্মীরে কোয়ারেন্টাইন সেন্টার থেকে বাংলাদেশি তরুণী ‘নিখোঁজ’

পূর্বকোণ ডেস্ক

২৯ আগস্ট, ২০২০ | ৬:২৩ অপরাহ্ণ

কাশ্মীরের দক্ষিণাঞ্চলের জেলা অনন্তনাগের আকুরা কোয়ারেন্টাইন সেন্টারে থাকা এক বাংলাদেশি তরুণী নিখোঁজ হয়েছেন। গত ২৫ আগস্ট থেকে চাঁদনী (১৮) নামের মেয়েটি নিখোঁজ রয়েছেন বলে  স্থানীয় সংবাদ সংস্থা কাশ্মীর অবজাবের বরাত দিয়ে জানা গেছে। চাঁদনী মোহাম্মদ ইউনুস মিয়ার মেয়ে।

স্থানীয় ব্লক মেডিকেল অফিসার (বিএমও) ডা. সেলিম জানিয়েছেন, থানায় তারা একটি মিসিং ডায়েরি করেছেন। ভারতের আরেকটি সংবাদমাধ্যম নিউজ ১৮’র দাবি, চাঁদনী ভিসা পাসপোর্ট ছাড়াই গত মার্চে ভারতে প্রবেশ করেন।

অনন্তনাগের শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যান তাওহিদা মখদুমী মনে করছেন, মেয়েটির নিখোঁজ হওয়ার সঙ্গে কোনো ষড়যন্ত্রের যোগসূত্র থাকতে পারে। ‘সেই মার্চ থেকে আমরা তার দেখভাল করছিলাম। এরপর করোনা আক্রান্ত হলে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। এতদিন তার কোনো অভিভাবক খোঁজখবর নেয়নি।’ কয়েক দিন পর চাঁদনীর করোনা রিপোর্ট নেগেটিভ আসলে তাকে সেন্টার ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়। কিন্তু ২৫ আগস্ট কাউকে কিছু না বলে কোথাও চলে যান!

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট