চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৪৭ হাজার, আক্রান্ত ৯ লাখ ৩৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

২ এপ্রিল, ২০২০ | ১:৩৮ অপরাহ্ণ

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৫ হাজার ৮১৭ জন। আর দুনিয়া জুড়ে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৭ হাজার ২৪১ জনের।

মহামারি এ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এখন দুই একদিনের মধ্যে এই সংখ্যা ১০ লাখে পৌঁছে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের এ তথ্য দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এ পর্যন্ত করোনায় প্রাণ গেছে ৪৭ হাজার ২০৮ জনের। আক্রান্তের পর সেরে উঠেছেন প্রায় দুই লাখ মানুষ। এই ভাইরাসের কারণে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হারিয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে ২ লাখ ১৫ হাজার ৪১৭ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৫ হাজার ১১৬ জন। দ্বিতীয় আক্রান্ত হিসেবে ইতালিতে ১ লাখ ১০ হাজার ৫৭৪ জন শনাক্ত হয়েছেন। তবে মৃতের দিক থেকে দেশটি ভয়াবহতার শিকার হয়েছে। ইতালিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩ হাজার ১৫৫ জন।

আক্রান্তের দিক থেকে স্পেন তৃতীয়। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ১১৮ জন। মারা গেছেন ৯ হাজার ৩৮৭জন। অন্যদিকে চীন থেকে এ ভাইরাস শুরু হলেও দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৩৮১ জন। মারা গেছেন ৩ হাজার ৩১৬ জন। এছাড়া জার্মানিতে আক্রান্ত হয়েছে ৭৭হাজার ৯৮১ জন। দেশটিতে মারা গেছেন ৯৩১ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৫৯৩ জন। দেশটিতে করোনায় প্রাণ গেছে ৩ হাজার ৩৬ জনের।

ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৭৮৩ জন। মারা গেছেন ৪ হাজার ৪৩ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৮৬৫ জন। মারা গেছেন ২ হাজার ৩৫৮ জন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট