চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আফগানিস্তানে যুদ্ধাপরাধ তদন্তে সায় আইসিসি’র

৬ মার্চ, ২০২০ | ৭:৫৫ পূর্বাহ্ণ

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বাহিনীর যুদ্ধাপরাধের তদন্ত চালানোর পক্ষে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
যুদ্ধাপরাধ তদন্তে অস্বীকৃতির আগের অবস্থান বদল করে আইসিসি এ সিদ্ধান্ত জানাল। আইসিসি’র বিচার-পূর্ববর্তী এক নিম্ন আদালত গত বছর এপ্রিলে নেতৃস্থানীয় কৌঁসুলি ফাতোও বেনসৌদা’র করা আবেদন নাকচ করে দিয়েছিল। বনসৌদা আফগানিস্তান যুদ্ধে জড়িত মার্কিন সেনা, আফগান সরকারি বাহিনী এবং তালেবান জঙ্গিসহ সব পক্ষের নৃশংসতার অভিযোগ তদন্ত করে দেখার আবেদন জানিয়েছিলেন। কিন্তু এ ধরণের তদন্ত ‘ন্যায়বিচারের স্বার্থ রক্ষা’ করবে না- এমন যুক্তিতে আদালত ওই আবেদন খারিজ করে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিল করেছিলেন বনসৌদা।
তার বিশ্বাস ২০০৩ সালের মে মাস থেকে ২০১৪ সালের মধ্যে আফগানিস্তানে তালেবান, সরকার এবং মার্কিন বাহিনীরও কার্যকলাপের তদন্ত শুরু করার ভিত্তি আছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট