চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের পদত্যাগের চাইতে দিল্লির শান্তি জরুরি

১ মার্চ, ২০২০ | ২:২৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : কন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ বিষয়ে যে রাজনৈতিক আলোচনা তা পরেও হতে পারে তবে দিল্লিতে শান্তি বজায় রাখা এখন জরুরি এ কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য শুক্রবার পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদ বৈঠকে উত্তর-পূর্ব দিল্লিতে সহিংসতার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবির প্রেক্ষিতে সাংবাদিকদের এসব কথা বলেন।
বৈঠকের শুরুতেই মমতা মার্জনা চেয়ে দিল্লির সহিংসতা প্রসঙ্গে অমিত শাহকে বলেন, দেশের কোনও এক প্রান্তে সমস্যা হলে তার প্রভাব সব দিকে পড়ে। এমন অনভিপ্রেত ঘটনা অবিলম্বে গুরুত্ব দিয়ে দেখুন, যাতে দেশে শান্তি বজায় থাকে। তবে মমতার সরাসরি এমন অনুরোধের কথা শুনে কোনও প্রতিক্রিয়া দেখাননি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের রাজধর্ম পালন করা উচিত বলে ইঙ্গিত করে মমতা বলেন, দিল্লির ঘটনায় তিনি উদ্বিগ্ন, দুঃখিত এবং মর্মাহত। ওই ঘটনায় অনেকেই মারা গেছেন।

শেয়ার করুন