চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দিল্লিতে নতুন পুলিশ কমিশনার নিয়োগ
দিল্লিতে নতুন পুলিশ কমিশনার নিয়োগ

দিল্লিতে নতুন পুলিশ কমিশনার নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৪৫ অপরাহ্ণ

ভারতের রাজধানী দিল্লি এখন সাম্প্রদায়িক দাঙ্গায় জ্বলছে। মৃত বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এখনও থমথমে অবস্থা বিরাজ করছে দিল্লির এলাকাগুলো।

এমন অবস্থায় শুক্রবারে জুমার নামাজের আগে গুরুগ্রামে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিকে দাঙ্গার ঘটনায় দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েককে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইন ও শৃঙ্খলা) এসএন শ্রীবাস্তব।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এনডিটিভিকে বলেন, দাঙ্গার সময় দিল্লি পুলিশের প্রতি মানুষের বিশ্বাস ছিল না। এমনকি, দিল্লি পুলিশ কমিশনারের ভাবমূর্তিও খুব ভালো ছিল না।

সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে গত রবিবার থেকে শুরু হওয়া দাঙ্গা থামাতে দিল্লি পুলিশের ভূমিকার অভিযোগ তুলেছেন বাসিন্দারা এবং রাজনৈতিক নেতারা। এই পরিস্থিতিতে সরিয়ে দেওয়া হল পট্টনায়েককে।

এদিকে দিল্লিতে ব্যবসার জন্য কোথাও কোথাও কার্ফু শিথিল করা হচ্ছে। তারপর ফের জারি হচ্ছে কার্ফু। খবর: এনডিটিভি, আনন্দবাজার

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট