চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনায় বেসামাল কুয়েত প্রবাসীদের জীবনমান

কুয়েত সংবাদদাতা

৩ জুলাই, ২০২০ | ৫:১০ অপরাহ্ণ

মহামারী করোনার ছোঁয়ায় থমকে গেছে পুরো বিশ্ব। বদলে গেছে মানুষের স্বাভাবিক জীবনের গতি। করোনার বিস্তার ঠেকাতে কুয়েত সরকার গ্রহণ করেছে নানা উদ্যোগ। ধাপে ধাপে ফিরছে স্বাভাবিক অবস্থায়।

৩০ জুন দ্বিতীয় ধাপে কিছু সংখ্যক প্রতিষ্ঠান চালু হলে সেখানে অল্প কিছু বাংলাদেশি প্রবাসী কর্মে ফিরে গেলেও বেশিরভাগ প্রবাসী এখনো কর্মহীন হয়ে রুমে বেকার অবস্থায় দিন কাটছে। কুয়েতে বাংলাদেশি প্রবাসীরা র্দীঘদিন কর্মহীন হয়ে অর্থ কষ্টে বেসামাল হয়ে গেছে তাদের জীবনমান। নিজেদের খারাপ পরিস্থিতি দেশে পারিবারিক মানসিক কষ্টে অনেকেই অসু্স্থ হয়ে পড়েছে। তাদের পারিবারিক সেবা যত্ন প্রয়োজন। অর্থ কষ্টের ফলে ভালোভাবে চিকিৎসা করাতে পারছেন নাবাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় বিশেষ ফ্লাইটের দাবী জানিয়েছে অনেক প্রবাসী। চলমান পরিস্থিতিতে এখানে থাকা-খাওয়া খরচ, তারপর বছর শেষে আকামা খরচ, আকামা জটিলতাসহ সব কিছু মিলে কঠিন এক পরিবেশ পরিস্থিতিতে কাটছে প্রবাসীদের। এমন বিরুপ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সাহার্য্য সহযোগিতা কামনা করেন কুয়েত প্রবাসীরা

কুয়েত প্রবাসী চট্টগ্রামের জসিম উদ্দিন জানান, এক মাস আগে হঠাৎ করে হাত পা অবশ হয়ে গেলে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। এক মাস চিকিৎসার পর এখন কোন রকম সুস্থ আছেন। শরীরে কাঁপুনির জন্য ঠিকমতো হাঁটতে পারেন না। / বছর হলো দেশে চিকিৎসা করে ভালো হয়েছেন তিনি। হাসপাতাল হতে রিলিজের পর রুমে সময় কাটছে অসুস্থ জসিমের দেশে ফেরার অপেক্ষায়। এই রকম পরিস্থিতিতে অনেকই একেবারে দেশে চলে যেতে চাইলেও ফ্লাইট বন্ধ থাকায় ফিরতে পারছেন না দেশে পরিবারের কাছে। এদিকে টানা প্রায় চার মাস লকডাউনের পর প্রবাসীদের অধ্যুষিত এলাকা মাহবুল্লাহ জিলিব আল সুয়েখ আগামী জুলাই থেকে লকডাউন মুক্ত ঘোষণা দিয়েছে কুয়েতের মন্ত্রী পরিষদ।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন