চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সৌদি আরবে করোনায় মারা গেলেন পেকুয়ার রাজন

চকরিয়া সংবাদদাতা

২১ মে, ২০২০ | ৯:৫৫ অপরাহ্ণ

সৌদি আরবে করোনার সাথে যুদ্ধ করে ১৮ দিন পর মারা গেলেন পেকুয়ার তরুণ প্রবাসী হাসান মাহমুদ মোস্তফা চৌধুরী রাজন (৩৬)। আজ বৃহস্পতিবার (২১ মে) ভোর ৫টার দিকে সৌদি আরবের আল ওবাইদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ার গোলাম মোস্তফা চৌধুরীর বড় ছেলে। রাজন সৌদি আরবের রিয়াদ সিটিতে আজিজিয়া সবজি মার্কেটে ব্যবসা করতেন।

সৌদি আরব থেকে তার চাচাতো ভাই ওমর রিয়াজ চৌধুরী জানান, সবজির ব্যবসা করতে গিয়ে কোনোভাবে হয়তো আক্রান্ত হয়ে পড়েন। পরে তার জ্বর হলে সৌদি আরবের জরুরি নাম্বারে কল দিলে এম্বুলেন্স এসে তাকে নিয়ে যায়। এর কয়েকদিন পরেই তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ ১৮ দিন ধরে চিকিৎসা চলছিল। আজ বৃহস্পতিবার ভোর ৫টায় তিনি মারা যান।

রাজনের বাবা গোলাম মোস্তাফা চৌধুরী সাংবাদিকদের বলেন, বছরখানেক আগে আমার ছেলে দেশে বেড়াতে এসে আবার সৌদি আরব গেছে। কিছুদিন পর আবারও দেশে আসার কথা থাকলেও লকডাউনের কারণে সে আসতে পারেনি। আজ ভোরে শুনলাম আমার ছেলে আর নেই।

 

 

পূর্বকোণ/আরপি-জাহেদ

শেয়ার করুন