চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আইসিটি আইনে মামলা

লামায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে বাবার মামলা!

নিজস্ব সংবাদদাতা, লামা

১৭ অক্টোবর, ২০২০ | ২:৩৯ অপরাহ্ণ

উপজেলায় শীলেরতুয়া গ্রামে নিজ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ।
অন্যদিকে, বাবার অভিযোগকে বানোয়াট আখ্যা দিয়ে মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী মনির হোসেন দম্পত্তি।
জানা যায়, পৌরসভা এলাকার শীলেরতুয়া মার্মা পাড়া যাওয়ার রাস্তার ওপর পানি নিষ্কাশনের জন্য দুটি কালভার্ট নির্মাণ করে পৌরসভা কর্তৃপক্ষ। সম্প্রতি দোকান ঘর নির্মাণের মাধ্যমে ওই দুই কালভার্টের মধ্যে একটির মুখ বন্ধ করে দেন হারুনুর রশিদ। এতে জলাবদ্ধতা সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন আশপাশের মানুষ। এতে গত ৩০ সেপ্টেম্বর কালভার্টের মুখ খুলে দেয়ার জন্য শ্বশুর ও দেবরকে একাধিকবার অনুরোধ করেন মনির হোসেন ও তার স্ত্রী। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এর ৬ দিন পর গত ৫ অক্টোবর মারধরের উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মনির হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন বাবা হারুনর রশিদ।
অভিযুক্ত হারুনর রশিদ বলেন, ছেলে ও পুত্রবধূ আমাকে গালমন্দ করার পাশাপাশি মারধর করেছে।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মো. হাবিল মিয়া বলেন, পানি চলাচলের মুখ বন্ধ করাকে কেন্দ্র করে হারুনর রশিদের সঙ্গে তার ছেলে মনির হোসেন ও তার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে বলে শুনেছি। ঘটনাটি সমাধান করার জন্য চেষ্টা করেছি। কিন্তু হারুনর রশিদ একমত না হওয়ায় সমাধান করা যায়নি।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট