চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

পেকুয়ায় কিশোরী গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

পেকুয়ায় কিশোরী গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর, ২০২০ | ৬:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় স্বামীর বিরুদ্ধে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম সালমা বেগম (১৭)। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালমা মারা যান।

অভিযুক্ত স্বামীর নাম মো. আলমগীর। তিনি উপজেলার বরবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী ছনখোলার জুম এলাকার বাসিন্দা। চমেক হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করে সিএমপি’র পাঁচলাইশ থানা পুলিশ।

জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে আলমগীর তার স্ত্রী সালমা বেগমকে যৌতুকের টাকার জন্য লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। ওইদিন রাতে তাকে প্রথমে পেকুয়া সরকারি হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন পর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টায় দিকে সালমা মারা যান।

আটককৃত আলমগীরের প্রতিবেশীরা জানানম, গত তিন মাস আগে টইটং ইউনিয়নের পণ্ডিতপাড়ার বাদশাহর মেয়ে সালমা বেগমকে বিয়ে করেন আলমগীর। সালমা তার দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকে সালমাকে যৌতুকের টাকার জন্য একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতন চালায় তার স্বামী।

এদিকে, আলমগীরের বিরুদ্ধে পেকুয়া থানায় মারামারি, বন ও বিভিন্ন ঘটনায় সাতটি মামলা রয়েছে বলেও জানা গেছে।

 

 

 

 

পূর্বকোণ/চকরিয়া-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট