চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়ির রাবার বাগান থেকে সঙ্কটাপন্ন লজ্জাবতী বানর উদ্ধার

অনলাইন ডেস্ক

৭ জুন, ২০২০ | ৮:৫৯ অপরাহ্ণ

ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের বাগমাড়া রাবার বাগান থেকে একটি সঙ্কটাপন্ন লজ্জাবতী প্রজাতির বানর উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে সন্দ্বীপ সরকারি হাজী এবি কলেজের ব্যবস্থাপানর প্রভাষক নাজমুল হোসেনের সহায়তায় এটি রাবার বাগান এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউএনওকে খবর দিলে তিনি পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে বানরটি নিয়ে যায়।

নাজমুল সায়েম বলেন, শনিবার বিকেলে রাবার বাগানের ভিতর থেকে একটি বানর লোকালয়ে চলে আসে। স্থানীয় অধিবাসীরা এটি চিনতে না পেরে এবং আক্রমণে ভয়ে এটিকে খাঁচায় বন্দি করে রাখে। পরে আমি বিষয়টি জানতে পেরে স্থানীয় প্রশাসনকে খবর দেয়। তারা এসে বানরটি নিয়ে যায়।

ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিন বলেন, উনার কাছ থেকে খবর পেয়ে বন বিভাগকে জানাই।

আজ রবিবার (৭ জুন) বানরটি চট্টগ্রাম চিড়িয়াখানায় নেওয়া হয়েছে বলে জানান কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ। 

তিনি বলেন, এট একটি পুরুষ লজ্জাবতী বানর। বানরটির আনুমানিক বয়স ৪ বছর। উচ্চতা দেড় ফুটের মত, ওজন দেড় কেজি।

এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় লজ্জাবতী বানরের সংখ্যা হলো তিন। এর আগে এপ্রিলে আরেকটি পুরুষ লজ্জাবতী উদ্ধার হয়।

গত সপ্তাহে হাটহাজারী উপজেলার মির্জাপুর এলাকা থেকে একটি বড় আকারের রেসাস বানর উদ্ধার করে স্থানীয় প্রশাসন।

লজ্জাবতি বানর বা বেঙ্গল স্লো লরিস ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর ২০২০ সালের তালিকা অনুসারে সংকটাপন্ন হিসেবে  তালিকাভুক্ত।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট