চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

নগরীতে অপ্রয়োজনীয় চলাফেরা-আড্ডা নিয়ন্ত্রণে ডিবি পুলিশের অভিযান 

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২০ | ১০:০৬ অপরাহ্ণ

নগরীতে অপ্রয়োজনীয় চলাফেরা এবং আড্ডা নিয়ন্ত্রণে গোয়েন্দা পুলিশের (ডিবি)  অভিযান চলছে। আজ বুধবার  (১৫ এপ্রিল) চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের সংক্রামণ রোধে অপ্রয়োজনীয় চলাফেরা এবং আড্ডা নিয়ন্ত্রণে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)  অভিযান চালায়। সিএমপি’র পক্ষ থেকে জানানো হয় থানা পুলিশের পাশাপাশি প্রতিদিন বিকাল পাঁচটা  থেকে রাত ১২ টা পর্যন্ত অভিযান চালানো হবে।

জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে,  জরুরি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হতে ,এই অভিযান চলমান থাকবে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মো.মাহাবুবর রহমান।  মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার ও  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ)  আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে সাধারণ ছুটি চলাকালীন সময়ে এই অভিযান চলবে।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব কামরুল ইসলাম এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের ০৪টি টিম মহানগরীর  এই অভিযান করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালাবে।

পূর্বকোণ- আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট