চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর সেবাবর্ষের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন

বিজ্ঞপ্তি

১৮ জুন, ২০২৫ | ১২:৩৬ অপরাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর ২০২৫-২৬ সেবা বর্ষের কার্য নির্বাহী পরিষদের নির্বাচন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন ২০২৪-২৫ সেবা বর্ষের ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. তৌফিকুল ইসলাম। সভায় ক্লাব প্রেসিডেন্ট হিসাবে লায়ন কাজী জসিম উদ্দিন, সেক্রেটারী লায়ন জি এম দিদারুল আলম, ট্রেজারার লায়ন জিহাদুল ইসলাম চৌধুরী নির্বাচিত হন।

 

এসময় উপস্থিত ছিলেন লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ, আইপিডিজি, লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, ২য় ভাইস জেলা গভর্ণর (ইলেক্ট), সিনিয়র গভর্ণর এডভাইজার লায়ন নজরুল ইসলাম, গভর্ণর এডভাইজার লায়ন আরজু খাঁন এমজেএফ, লায়ন এস এম কামাল হোসাইন এমজেএফ, আরসি লায়ন তারেক কামাল, লায়ন এম এ মান্নান এমজেএফ, জেডসি লায়ন আরশাদুর রহমান, লায়ন মো. ইউসুফ চৌধুরী এমজেএফ, আইপিপি লায়ন মো. আবুল হাশেম, ক্লাব সেক্রেটারী লায়ন আরিফ সাজ্জাদ চৌধুরী, ট্রেজারার লায়ন আলী আকবর, লায়ন মনজুর হোসেন, লায়ন অনিরুদ্ধ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট