চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

প্রেমিককে ‘ভালো থেকো’ লিখে প্রেমিকার আত্মহত্যা রাউজানে

রাউজান সংবাদদাতা

৫ জুন, ২০২৫ | ১১:২৪ অপরাহ্ণ

প্রেমিককে ম্যাসেঞ্জারে একটি ছবি পাঠান লিজা আক্তার। সেখানে দেখা যায়- সিলিং ফ্যানে ঝোলানো ওড়নার ফাঁস প্রস্তুত। সঙ্গে একটি ছোট্ট বার্তা- ‘ভালো থেকো।’ এরপরই নিজের ঘরে আত্মহত্যা করে সে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে হেদায়েত আলী মুন্সির বাড়ির একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ১৮ বছর বয়সী লিজা ছিল চার বোনের মধ্যে দ্বিতীয়। মা মারা গেছেন আগেই, বাবা মারা যান মাত্র ৫-৬ মাস আগে। এত অল্প বয়সে এতগুলো সম্পর্ক হারানোর পরেও সে বাঁচতে চেয়েছিলেন- প্রেমিক সাহেদের আশ্বাসে। কিন্তু সেই সম্পর্ক নিয়েই শেষ হলো তার জীবন।

লিজার বড় বোন তাসফিয়া বলেন, ‘একটা বিয়ের অনুষ্ঠানে সাহেদের সঙ্গে লিজার পরিচয় হয়। ফোন নম্বর দেওয়া-নেওয়ার পর নিয়মিত যোগাযোগ হতো। প্রেমের সম্পর্ক ছিল। সাহেদ বিয়ের কথা বলেছিল, কিন্তু বারবার এড়িয়ে যাচ্ছিল। এই নিয়েই ঝগড়া হতো।’ তাসফিয়ার দাবি, বুধবার রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাতেই লিজা ফাঁস দেওয়ার প্রস্তুতি নিয়ে সেই ছবি সাহেদকে পাঠান। সঙ্গে ছিল ছোট্ট সেই বার্তাটি- ‘ভালো থেকো।’ দুপুরে প্রতিবেশী এক নারী জানালা দিয়ে ঝুলন্ত দেহ দেখে দরজা ভেঙে লাশ নিচে নামান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ঘটনাটি প্রেমঘটিত কারণে আত্মহত্যা বলে পরিবার দাবি করলেও ময়নাতদন্ত ও তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।

পূর্বকোণ/জাহেদ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট