মানুষের জীবনদস্যু, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত সব ধরনের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমি যখন রাউজান আসছিলাম, তখন অনেকে বার বার বলছিল এই এলাকাটি ঝুঁকিপূর্ণ। এটা রাউজান, আওয়ামী লীগের তাণ্ডবের এলাকা। আপনাদের মনের মধ্যে যদি এখনো সেই ভয় থাকে, তাহলে এখনও আপনারা স্বাধীন হন নাই। এখানে আমি বলতে চাই ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশের এক ইঞ্চি জমিও আমাদের জন্য ভয়ের না। ৫ আগস্ট যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশ কেন্দ্রীক রাজনীতি করে তাদের পুরো ভূমিটাই আমাদের।
সোমবার (২৬ মে) বিকেল সোয়া ৪টায় রাউজান সদরের জলিল নগর বাসস্ট্যান্ডে আয়োজিত জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পক্ষ থেকে আয়োজিত পথসভায় হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।
এ সময় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। উপস্থিত ছিলেন যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু।
হাসনাত আবদুল্লাহ রাউজানবাসীর উদ্দেশ্যে বিগত সরকারের আমলের নির্যাতনের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের মধ্যে রাউজানকে আরেকটি রাষ্ট্র বানিয়ে রাখা হয়েছিল, এখানে বিচারবর্হিভূত বিচার, সালিশ করা হয়েছিল। নিজেই বিচারক সেজে বিচার করা হয়েছে। এখানে যিনি নেতা, তিনি নিজেই বিচারক, তিনি নিজেই গাড়ির ড্রাইভার, তার একই অঙ্গে অনেক রকম রূপ ছিল।
৫ আগস্ট যখন চট্টগ্রাম শহরে আন্দোলন চলছিল, তখন রাউজান থেকে ৫শ’ লোক গিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আপনাদেরকে খুঁজে বের করতে হবে, কারা এখন মামলাগুলো পরিচালনা করতে বাধা দিচ্ছে।
তিনি রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর প্রতি ইঙ্গিত করে বলেন, আপনারা দেখেছেন, জালিমের কি ভয়ংকর পরিণতি হয়। তার ক্ষমতা, ফ্যাসিবাদি শক্তি, লোকবল, টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু মনে রাখতে হবে, আসমানের নিচে যখন জুলুম করবে, মজলুম যখন আল্লাহর কাছে বিচার দিবে, তখন আল্লাহ এবং মজলুমের মাঝে কোন ফারাক থাকে না।
পথসভায় সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, আমরা এমন বাংলাদেশে আর ফেরৎ যেতে চাই না, যেখানে রাষ্ট্রের পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী নিজেদের নাগরিকদের ওপর গুলি চালায়। আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই না, যেখানে মানুষ চিকিৎসা না পেয়ে মারা যায়, যেখানে নাগরিকদের গুমের লাইসেন্স সরকার পেয়ে যায়। এ জন্যই আমরা বিপ্লব করেছি।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ