চার মোটরসাইকেলসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এসে রাউজান পৌরসভার একটি সড়কের ৩টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা গাছের ঢালপালা রেখে পালিয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে পৌরসভার পৌরসভা সুলতানপুরের ৩ নম্বর ওয়ার্ডে।
রাস্তার ধারের বাসিন্দারা বলেন ‘৩-৪ নম্বর ওয়ার্ডের সীমান্তে ফতে আলী তালুদকার সড়ক। রাত ৯টার দিকে চার মোটর সাইকেলে করে ১০-১২ জনের অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি দুর্বৃত্ত এবং চারজন গাছকাটার লোক ও একটি টমটম নিয়ে সড়কে আসে। এরপর তারা সড়কের তিনটি বড় মেহগনি গাছ কাটতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন লোক প্রতিবাদ করলে, তারা তাদের অস্ত্রের ভয় দেখিয়ে সড়ক ত্যাগ করার হুমকি দেয়। এরপর দুর্বৃত্তরা তিনটি গাছ কেটে টমটম ভর্তি করে নিয়ে যান। এক পর্যায়ে স্থানীয় অনেক লোক জড়ো হয়ে দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা গাছের ঢালপালাগুলো রেখেই পালিয়ে যায়।’
সড়ক পার্শ্ববর্তি বাসিন্দারা জানান, ওই সড়কে পৌরসভা এবং ‘অভিযান’ নামের একটি সামাজিক সংগঠন গাছগুলো লাগিয়ে ছিল। কেন এভাবে পুরোপুরি সন্ত্রাসী কায়দায় অস্ত্রে সজ্জিত হয়ে গাছগুলো কেটে লুট করা হলো তা বুঝা যাচ্ছেনা। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে। জানা যায়, লুন্ঠিত গাছের মূল্যে প্রায় ৩০-৩৫ হাজার টাকা। এলাকাবাসী বিষয়টি পুলিশকে অভিযোগ দেয়ার প্রক্রিয়া গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।
পূর্বকোণ/জাহেদ/আরআর/এএইচ