ফটিকছড়িতে পরিবেশ অধিদফতরের অভিযানে অবৈধভাবে গড়ে উঠা তিনটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে আরো দুটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাইন্দং ইউনিয়নে অবস্থিত এসব ইটভাটায় অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
এসময়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে এক ইউনিয়নেই অবস্থিত পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টে ব্যবস্থা নেওয়া হয়। ইটভাটাগুলোর মধ্যে মেসার্স জনতা ব্রিকস (জেবি), মেসার্স মনির আহমদ (এমএ), মেসার্স মডার্ন ব্রিকস (এমবি)’র চিমনি ও কিলন ধ্বংস করে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া মেসার্স মনির আহমদ ব্রিকস এবং মেসার্স বক্কর ব্রিকসকে যথাক্রমে ৩ লাখ ও ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/মুন্না/আরআর/এএইচ