চট্টগ্রাম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

হাটহাজারীতে হোটেলে অগ্নিকাণ্ডে, ক্ষতি আড়াই কোটি টাকা

হাটহাজারী সংবাদদাতা

৩০ জানুয়ারি, ২০২৫ | ১২:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে আল জামান নামে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় আড়াই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক পক্ষ।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টায় হাটহাজারী বাস স্টেশন এলাকার ইদ্রিস টাওয়ারের তৃতীয় তলায় হোটেল আল জামানে এ আগুন লাগে।

 

হাটহাজারী ফায়ার সার্ভিস ও হোটেল মালিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় বাস স্টেশন এলাকার ইদ্রিস টাওয়ারের তৃতীয় তলায় হোটেল আল জামানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে হোটেল জামানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে হোটেলে থাকা সম্পূর্ণ মালামাল ও নগদ  টাকা পুড়ে গেছে। 

 

হোটেল জামানের স্বত্বাধিকারী মো. হোসেন জানান, হোটেলে কর্মচারীরা ঘুমিয়েছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত সেখান থেকে বের হয়ে গেলে কোনরকমে প্রাণে বেঁচে যান। তবে অগ্নিকাণ্ডে হোটেলের সম্পূর্ণ মালামাল ও ক্যাশে থাকা নগদ ৬ লাখ টাকা পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

 

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

 

হাটাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম মশিউজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট