চট্টগ্রাম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

পাহাড়ে ঝুঁকিপূর্ণ নতুন রোহিঙ্গা বসতি উচ্ছেদ করল প্রশাসন

উখিয়া সংবাদদাতা

২৯ জানুয়ারি, ২০২৫ | ৯:১৬ অপরাহ্ণ

কক্সবাজার টেকনাফে পাহাড় কেটে নতুন গড়ে উঠা রোহিঙ্গাদের বসতি উচ্ছেদ করেছে প্রশাসনের যৌথ টিম। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও থানা পুলিশ।

 

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, আমাদের এখানে বিশাল পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ জায়গায় রোহিঙ্গারা বসবাস করে। এটি খুব ঝুঁকিপূর্ণ হওয়ায় পুলিশ প্রশাসনসহ যৌথ অভিযানে রোহিঙ্গাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ঝুঁকিপূর্ণ বাড়িগুলো উচ্ছেদ করা হচ্ছে। যেহেতু তারা মানবিকভাবে এখানে এসেছে, তারা আশ্রয়হীন মানুষ। তাদেরকে বিকল্প কোন জায়গায় ব্যবস্থা করে, সেখানে স্থানান্তর করা হবে।

 

(২৫ ও ২৭) এর ক্যাম্প ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, পাহাড়ে খুব ঝুঁকিপূর্ণ এলাকায় আগত নতুন রোহিঙ্গারা ঘর তৈরি করে বসবাস করছে। বৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা আছে। তাই ঝুঁকি বিবেচনা করে আমরা এখানে উচ্ছেদ অভিযান করছি। স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় রোহিঙ্গাদের এখান থেকে অন্য ক্যাম্পে ফেরত পাঠানো হবে। খুব তাড়াতাড়ি তাদেরকে বসবাসের উপযোগী জায়গা করে দেওয়া হবে। এ অভিযান এক দিনে শেষ হবে না। তবে ঝুঁকিপূর্ণ যে-সব বসতি রয়েছে, সবগুলো উচ্ছেদ করা হবে।

 

এদিকে এর আগে গত ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের পাহাড় ও সংরক্ষিত বন উজাড় হয়ে যাচ্ছে। এই দুই উপজেলায় বন বিভাগের হিসাবেই প্রায় ৯ হাজার একর পাহাড় কেটে তারা বসতি স্থাপন করেছে। সরকার যেখানে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে চেষ্টা করছে, সেখানে টেকনাফে পাহাড় কেটে নতুন করে রোহিঙ্গা ক্যাম্প তৈরির বিষয়টি পরিবেশ হুমকির পাশাপাশি ক্ষুব্ধ হয়েছে এলাকাবাসী।

 

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট