খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এলাকায় পাহাড় কর্তনের অভিযোগে দুই জনকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ জানার পরও অবৈধভাবে পাহাড় কাটার সাথে মো. জাহাঙ্গীর ও তাসলিমা আক্তারের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এ সময় উভয়কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমদ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/পিআর/পারভেজ