রেলওয়ের স্টাফদের কর্মবিরতির সমাপ্তির পরও কক্সবাজার-ঢাকা রুটের আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘অনিবার্য কারণে’আজকের জন্য কক্সবাজার এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীদের টিকিটের টাকা ফেরত নিতে অনলাইনে লগইন করে রিফান্ডের জন্য অনুরোধ করা হয়েছে।
রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে কক্সবাজার-ঢাকা রুটে যাতায়াতকারী যাত্রীরা বিপাকে পড়েছেন। অনেকেই আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন। তাদের জন্য এই সিদ্ধান্ত বিরক্তিকর হয়েছে।
রেল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ট্রেনটি বাতিলের ‘অনিবার্য কারণ’ বলেই জানিয়েছে। তবে সারাদেশে রেলওয়ে স্টাফদের কর্মবিরতি স্থগিতের পরেও কেন ট্রেনের যাত্রা বাতিল হয়েছে? এ প্রশ্নের জবাবে পূর্বকোণের প্রতিবেদককে বলেন, স্টাফেরা এখনও আন্দোলনে আছে তাই সারাদেশের ন্যায় আমাদের এখানে ট্রেনের যাত্রা বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে স্থানীয় যাত্রীরা এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে অভিযোগ করেছেন। আলম, কবির, ফারিয়াসহ অনেক যাত্রী দাবি করেছেন যে, স্টেশন মাস্টার গোলাম রব্বানী আওয়ামী লীগের সমর্থক এবং তিনি ইচ্ছাকৃতভাবে কক্সবাজার এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছেন। তাদের অভিযোগ, রব্বানী আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন।
পূর্বকোণ/পিআর