চট্টগ্রাম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

সেন্টমার্টিন ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ফেব্রুয়ারি থেকে

নিজস্ব সংবাদদাতা, টেকনাফ

২৯ জানুয়ারি, ২০২৫ | ১:০৭ অপরাহ্ণ

সেন্টমার্টিনদ্বীপে নয় মাস পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চলবে। সিদ্ধান্তমতে, ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনদ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

সেন্টমার্টিনদ্বীপের বাসিন্দা এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই নিষেধাজ্ঞা ফেব্রুয়ারির শেষ পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন। কিন্তু এখনও এ নিষেধাজ্ঞায় কোন পরিবর্তন হয়নি। সরকারের এ সিদ্ধান্তে দ্বীপের বাসিন্দারা উদ্বিগ্ন। তারা জানান, পর্যটন ব্যবসা বন্ধ হয়ে গেলে তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করা কঠিন হয়ে পড়বে।

 

স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছেন, ফেব্রুয়ারি মাসের জন্য ভ্রমণ উন্মুক্ত রাখা গেলে অনেকের ক্ষতি কমবে।

 

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব জানান, প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনদ্বীপে পর্যটকরা আসেন। তবে পরিবেশ মন্ত্রণালয় এ বছর নতুন নিয়ম চালু করেছে। যার ফলে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়।

 

তিনি আরও জানান, জানুয়ারিতে দৈনিক দুই হাজার পর্যটক রাত্রিযাপন করতে পারলেও ফেব্রুয়ারি থেকে পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। আপাতত ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে জাহাজ চলাচল করবে। সরকার কোন নতুন নির্দেশনা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট