চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় দুই দোকান থেকে ৯ লাখ টাকাসহ মালামাল চুরি

লোহাগাড়া সংবাদদাতা

২৭ জানুয়ারি, ২০২৫ | ৩:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় টিনের চাল কেটে এক রাতে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরের দল দোকান থেকে নগদ ৯ লাখ টাকা, দুধ, সিগারেটসহ অন্যন্যা মালামাল নিয়ে যায়। 

রবিবার (২৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার আমিরাবাদ স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

 

চুরি হওয়া দোকানগুলো হলো- নুর মেডিসিন হল এবং আমিরাবাদ ডিপার্টমেন্টাল স্টোর। 

 

ক্ষতিগ্রস্ত দোকানদার সরওয়ার কামাল জানান, প্রতিদিনের মতো গতকাল রাতেও তারা দোকান বন্ধ করে বাড়ি যান। গভীর রাতে চোরের দল টিনের চাল কেটে আমার ফার্মেসিসহ আরেকটি মুদির দোকানে প্রবেশ করে। আমার ফার্মেসি থেকে নগদ ৯ লাখ টাকা, মুদির দোকান থেকে দুধ, সিগারেট ও নগদ ৩০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট