চট্টগ্রামের রাউজানে এক গৃহস্থের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) ভোর রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জামা চৌধুরীর বাড়ির মো. ইউনুসের গোয়াল ঘর হতে এই গরুগুলো চুরি হয়।
এই ঘটনায় গরুর মালিক মো. ইউনুস বাদী হয়ে রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মো. ইউনুস বলেন, গত শনিবার রাত ১১টার দিকে গরু পাঁচটি ঘরের পাশে গোয়ালঘরে বেঁধে রেখে বাইরে তালা দিয়ে রাখি। এরপর সাড়ে ১২ টার দিকে ঘুমাতে যাই। প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ আদায় করে গোয়াল হতে গরু বের করতে গিয়ে দেখি গোয়াল ঘরের তালা ভাঙা। গোয়ালে গরু নেই। আমার গোয়ালে দুটি বড় গাভী, একটি ছোট গাভী, একটি শাহীওয়াল ষাড় ও একটি এঁড়ে বাছুর। যাদের আনুমানিক মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা। এই ঘটনায় আমি থানায় অভিযোগ দিয়েছি। থানার ওসি আমাকে ডেকে নিয়ে বিস্তারিত জেনে নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
রাউজান থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরির অভিযোগটি জরুরি দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে ফরওয়ার্ড করেছি।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ