বান্দরবানের লামায় ডাকাতি মামলার সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে লামা থানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হল- লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইয়াংছা বাজারের নুর আলমের ছেলে মো. খাইরুল আমিন প্রকাশ গুরামনি (২১), মেম্বার পাড়ার মো. ফজলুর ছেলে মো. সালা উদ্দিন (২৫), ৭ নম্বর ওয়ার্ড শামুকছড়া ইয়াংছা বাজারের দ্বীন মুহাম্মদের ছেলে জাহিদুল ইসলাম মানিক (২২), ৯ নম্বর ওয়ার্ডের হাঁসের দীঘির মাহামুন নবীর ছেলে মো. দিদার (২৫), উখিয়ার জালিয়াপালং সোনারপাড়ার রফিক উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২৫), লম্বরী পাড়ার আলী আহমদের ছেলে আবুল শরীফ (২২) ও এই মামলার হাবিবুর রহমান প্রকাশ গুটি (২০) নামে আরেক আসামি পার্শ্ববর্তী লোহাগাড়া থানায় আটক রয়েছে। তাকেও এই মামলায় শোন এরেস্ট দেখানো হয়েছে।
পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় লামা-চকরিয়া সড়কে অজ্ঞাতনামা চারজন মুখোশ পরিহিত ব্যক্তি দুটি মোটরসাইকেল যোগে এসে জাহেদ হাসান নামের এক যুবকের গতিরোধ করে। ওই দুর্বৃত্তরা জাহেদকে মোটরসাইকেল থেকে নামিয়ে উপর্যুপরি আঘাত করে দা ও কিরিচের ভয় দেখিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল, একটি স্মার্টফোন ও বিভিন্ন কাগজপত্রসহ একটি ব্যাগ ছিনিয়ে নেয়। এই ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে লামা থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, মো. খাইরুল আমিনকে গ্রেপ্তার করে বাদী জাহেদ হাসানের মোবাইল ফোনটি প্রথমে জব্দ করে। পরে ওই আসামিকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অন্যান্য আসামি গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধার করে। আসামিরা আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, আসামিদের কাছ থেকে একটি পালসার ১৫০সিসি, একটি সুজুকি জিক্সার, একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পূর্বকোণ/জেইউ/পারভেজ