সন্দ্বীপে মাটি ভর্তি ট্রাকের চাপায় মো. রিপন (২৮) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে মাইটভাঙা ইউনিয়নের ফকিরিয়া তেমাথা বাজারের উত্তর পাশে রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন মাইটভাঙা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের হোসেনের বাড়ির মৃত মো. ইদ্রিস আলমের ছেলে। তিনি কিছুদিন আগে বিয়ে করার জন্য দেশে এসেছিলেন।
জানা যায়, রবিবার সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে মাইটভাঙা ইউনিয়নের ফকিরিয়া তেমাথা বাজারের উত্তর পাশে রাস্তায় মাটিবাহী ট্রাক রিপনের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে পড়ে যান। এ সময় ট্রাকের একটি চাকা রিপনের গায়ের উপর উঠে যায়। তার সাথে থাকা আরেকজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন। মাইটভাঙা ইউনিয়নের শেখ মহল এলাকায় অপর একটি ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে আরো দুইজন মারাত্মক ভাবে আহত হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আজ সন্ধ্যায় ট্রাকচাপায় একজনের মৃত্যুর খবর পেয়েছি।
পূর্বকোণ/নরোত্তম/জেইউ/পারভেজ