এডভোকেট অহিদুল আলমের বাবা ও রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি, পূর্বকোণ প্রতিনিধি জাহেদুল আলমের শ্বশুর খোরশেদ আলম হঠাৎ ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (২৬ জানুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে সেখানে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। একইদিন বাদে জোহর রাউজান মধ্যম আধারমানিক এনায়েত ফকিরের বাড়ির বায়তুছ ছালাত জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সমাজসেবক, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিয়াজি, সহ-সভাপতি মিলন বড়ুয়া, সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে.এম বাহাউদ্দীন, এ.কে বাবর, মোক্তার হোসেন, নুর মোহাম্মদ, জুয়েল বড়ুয়া, সুপন বিশ্বাস, এ.এম মামুনুর রশিদ, সদস্য কাজী সরোয়ার খান মঞ্জু ও সরওয়ার রানা, সাইফুল ইসলাম।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ