কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে আগুনে পুড়ে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১টায় বারবাকিয়া নাজিরপাড়া এলাকা কবির আহমদের বসতঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ১টার দিকে হঠাৎ করে কবির আহমদের বাড়িতে প্রচণ্ড আগুন দেখা যায়। আগুনের লেলিহান শিখা দেখে আশেপাশের লোকেরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
বাড়ির মালিক কবির আহমদের ছেলে বোরহান উদ্দিন বলেন, পূর্বশত্রুতার জের ধরে কেউ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানান, রাতে কবির আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায় নি।
পেকুয়া ফায়ার সার্ভিস জানায়, দিবাগত রাত ১টা ১০ মিনিটে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা করি। যে বাড়িতে আগুন লেগেছে সেটা পুড়ে ছাই হয়ে গেছে। আমরা আগুন নিয়ন্ত্রণ এনে এর আশেপাশের বাড়িগুলো আগুন থেকে রক্ষা করেছি। ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ লাখ টাকা।
পূর্বকোণ/পিআর/এএইচ