চট্টগ্রাম রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কাল কাগতিয়া দরবারে সালানা ওরশে গাউছুল আজম (রা.)

বিজ্ঞপ্তি

২৬ জানুয়ারি, ২০২৫ | ১:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে আগামীকাল ৭২তম পবিত্র মিরাজুন্নবী (দ.) মাহফিল ও দরবারের প্রতিষ্ঠাতা হজরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজমের (রা.) বেছাল শরীফ স্মরণে সালানা ওরশ, ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।

 

উক্ত মাহফিলে গৃহীত কুরআন-সুন্নাহভিত্তিক কর্মসূচির মধ্যে রয়েছে-

বাদে ফজর: ফজরের খতম শরীফ আদায়, ঈছালে ছাওয়াব, মোরাকাবা। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। খতমে কুরআন শরীফ ও খতমে তাহলিল শরীফ।

 

বাদে নামাজে জোহর: রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। পবিত্র মিরাজুন্নবী (দ.) এর তাৎপর্য ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর জীবনী শীর্ষক আলোচনা ।

 

বাদে নামাজে আসর: তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়জে কুরআন প্রদানের মাধ্যমে নূরে কুরআন বিতরণ, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত ।

 

বাদে নামাজে মাগরিব: মাগরিবের ফাতেহা শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা। সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ্ এর মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাতেনী নূর মোবারক বিতরণ। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।

 

কাবলে নামাজে এশা: জিকিরে গাউছুল আজম মোর্শেদী। তাবাররুক বিতরণ। ইনশাআল্লাহ এশার জামাত অনুষ্ঠিত হবে রাত সাড়ে ১০টায়।

 

বাদে নামাজে এশা: মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিলুহুল আলী ছাহেবের নূরানি তাক্বরির মোবারক, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। তরিক্বতের নির্দিষ্ট তারতিবে দরূদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদায়, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।

 

আখিরুল লাইল: নামাজে তাহাজ্জুদ, জিকিরে জলী, দরূদ শরীফ ও মোনাজাত।

 

২৭ রজব (বাদে নামাজে ফজর): ফজরের খতম শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও আখেরি মোনাজাত। উল্লেখ্য এখানে গরু, মহিষ, ছাগল, টাকা-পয়সা, নজর-নেওয়াজ ইত্যাদি কোন কিছুই না আনার জন্য মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর পক্ষ হতে অনুরোধ করা গেল।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট