কক্সবাজার শহরে দাপিয়ে বেড়ানো ১২ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে কক্সবাজার সদর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরে ছিনতাই করে আসছিল। তারা অস্ত্রের ভয়ে পর্যটকসহ সাধারণ মানুষের কাছ থেকে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।
গ্রেপ্তারকৃতরা হলো, শহরের টেকপাড়ার তানভীর হোসেন প্রকাশ পেটান প্রকাশ আজাদুর রহমান (২২), পাহাড়তলী ইসলামপুরের মো. ইসমাইল (২০), কালুরদোকান ইসুলের ঘোনার ইমরান সরোয়ার ইমন (২১), টেকপাড়া বার্মিজ মার্কেটের মো. ইরফান ফারদিন (২০), মহেশখালীর কুতুবজুম খন্দকার পাড়ার সিহাব উদ্দিন প্রকাশ খোকন (২৯), শহরের সমিতিপাড়ার মো. সোহেল (২৮), বৌদ্ধ মন্দির এলাকার সুমন কান্তি দাশ (২৫), নতুন বাহারছড়ার মো. হান্নান (১৯), পিটি স্কুল সমিতি বাজার, পল্লান কাটার সাইফুল ইসলাম (২৪), পিটি স্কুল রুমালিয়ারছড়ার মো. শাহীন প্রকাশ বুলেট (২২), বাহারছড়ার হাসান মাহমুদ সাগর প্রকাশ ভিকি প্রকাশ বিগি (২৬) এবং টেকপাড়া চৌমুহনী এলাকার মিজবাউল হক মুন্না (২২)।
কীভাবে গ্রেপ্তার করা হলো:
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার জেলগেট সংলগ্ন চুইজাল রেস্টুরেন্ট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে অস্ত্রের মুখে ব্যাগ, মুঠোফোন ও আংটি ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ওই ব্যাগের ভেতরে ২ লাখ ৭৫ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিল। ওই ব্যক্তি থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করে। এরপর তথ্য প্রযুক্তি ও স্থানীয় লোকজনদের সহায়তায় পুলিশ ১২ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ সুপার জানিয়েছেন, কক্সবাজারে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবেই এই ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কক্সবাজার একটি জনপ্রিয় পর্যটন স্থান। ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় পর্যটকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের এই অভিযান পর্যটকদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে। তবে কোনভাবেই অপরাধীদের নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রশাসন। সচেতন মহলের দাবি স্থায়ী ও সুপরিকল্পিত উপায়ে অপরাধ ধমনে সকল শ্রেণীর মানুষের সচেতন হওয়া উচিত। এবং রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে অপরাধ বেড়েই চলছে বলে দাবি অনেকের।
পুলিশ জানিয়েছে, তারা কক্সবাজারকে ছিনতাইমুক্ত করার জন্য অভিযান অব্যাহত রাখবে। এছাড়াও, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/পিআর