চট্টগ্রাম শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত আরও ১

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

২৪ জানুয়ারি, ২০২৫ | ৭:৩৩ অপরাহ্ণ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে মুহাম্মদ রাসেল (৩০) নামে আরও একজন যুবক গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌছড়ি সীমান্তে এই ঘটনা ঘটে।

 

আহত মুহাম্মদ রাসেল দৌছড়ি ইউনিয়নের লেম্বছড়ি এলাকার সাবেক মেম্বার মুজিবুর রহমানের ছেলে।

 

এর আগে, একইদিন সাড়ে ৬টায় ও সাড়ে ১০টায় উপজেলার ফুলতলীর ৪৭-৪৮ ও ৪৯ পিলার এলাকায় পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আলী হোসেন ও আরিফ উল্লাহ নামে দুইজন আহত হন।

 

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সদর ইউনিয়ন ও দৌছড়ি ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা আহত তিনজনকে উদ্ধার করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

 

পূর্বকোণ/শামীম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট