রাউজানের নোয়াপাড়ায় দিনদুপুরে মো. জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার সময় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় আরও দু’জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
নিহত জাহাঙ্গীর রাউজানের নিরামিশপাড়ার আবু ছৈয়দ মেম্বারের ছেলে। জাহাঙ্গীর চট্টগ্রাম নগরীর আছাদগঞ্জের শুটকি ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, সন্ত্রাসীরা তার গাড়ি লক্ষ্য করে গুলি করলে জাহাঙ্গীরসহ তিনজন গুলিবিদ্ধ হন। তাদের চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীর নোয়াপাড়া মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক বলে জানা গেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্বকোণ/এএইচ