কক্সবাজারের চকরিয়ায় আদালতের আদেশে এম আর মামলা তদন্তকালে দলীয় প্রভাব দেখিয়ে তদন্ত কর্মকর্তাকে হেনস্তা ও বাদীকে মারধরে আহত করার অভিযোগ উঠেছে বিবাদীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কোরালখালী পূর্বপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা হলেন, ওই এলাকার নুরুল আমিনের ছেলে মো. আলমগীর, মো. রিদুয়ান ও স্ত্রী মনোয়ারা বেগম। আলমগীর মাতামুহুরী সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক।
আহত বাদী মাওলানা আজিজুল ইসলাম বলেন, গত বছরের ২৯ অক্টোবর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কক্সবাজার আদালতে আমার দখলী জমি অবৈধভাবে দখলের চেষ্টা করলে বিবাদীদের বিরুদ্ধে একটি এম আর (৬৫৪/২৪ ইং) মামলা করা হয়। ওই মামলায় জেলা ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিরিঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা শয়ন দাশ তদন্ত করতে যায়। এসময় বিবাদীর লোকজন দলের প্রভাব দেখিযে তদন্ত কর্মকর্তার সামনে বাদী মাওলানা আজিজুল ইসলামকে কিল-ঘুষি ও লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। এসময় তার ভাগিনা আবদুল্লাহ আল নোমান বাধা দিলে তাকেও মারধরে গুরুতর আহত করে। এমনকি তদন্ত কর্মকর্তাকে হেনস্থা করা হয় বলেও তিনি জানান।
ভূমি উপ-সহকারী কর্মকর্তা শয়ন দাশ জানান, তদন্তকালে তদন্ত কর্মকর্তার সামনে বাদীকে পিটিয়ে আহত করার বিষয়টি বিবাদী পক্ষ অপরাধ করেছে। এটা কোন মতে কাম্য নয়।
পূর্বকোণ/পিআর/পারভেজ