চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ক্ষতিকারক দ্রব্য মিশিয়ে বার্থ ডে কেক, ৫৯ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

১৩ জানুয়ারি, ২০২৫ | ৯:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 

এ সময় মেসার্স শাহাদাত ফুডস নামক প্রতিষ্ঠানের মালিক মো. শাহাদাত হোসেনকে ৫০ হাজার টাকা, বিভিন্ন অপরাধে মো. জাফর নামক এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা, বেলাল হোসেনকে ২ হাজার টাকা, নিজাম উদ্দিনকে ১ হাজার টাকা, কামরুল হাসানকে ১ হাজার টাকা ও মাজিদুল ইসলাম নামক এক ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

কে.এম রফিকুল ইসলাম জানান, বিএসটিআই এর অনুমোদন না নিয়ে ক্ষতিকারক দ্রব্য মিশিয়ে বার্থ ডে কেক তৈরি করছিল একটি প্রতিষ্ঠান। আমরা সেখানে অভিযান চালিয়ে মারাত্মক ক্ষতিকারক দ্রব্য ব্যবহারের প্রমাণ ও অনুমোদনের নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট