চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ছাদেক (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় পারকি সমুদ্র সৈকতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছাদেক উপজেলার বারশত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুধকুমড়া উত্তরপাড়ার পেচু মিয়ার ছেলে। তামিম (৩) নামের এক সন্তানের পিতা ছাদেকের পারকি সমুদ্র সৈকতে হোটেল ঝুমেরা নামে একটি দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে তার দোকানের সামনে থাকা ধুলোবালিতে ওয়াটার পাম্প দিয়ে পানি দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় ছাদেক। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম বলেন, নিহত ছাদেক খুবই ভালো একটা ছেলে, আজ পারকিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তার ছোটো একটা ছেলে রয়েছে। আজ আসরের নামাজের পর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ