চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বাড়বকুণ্ড ও কুমিরায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড় আমতল এলাকার বাসিন্দা মো. নিজাম উদ্দিন (৪০), মো. সাগর (২৫), মো. ইকবাল (২৫) এবং বাড়বকুণ্ড ইউনিয়নের বাসিন্দা সামীর (২৮)।
সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এসআই জাফর জানান, গ্রেপ্তাররা সবাই চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে আগেরও ডাকাতির একাধিক মামলা আছে।
প্রসঙ্গত, সীতাকুণ্ড উপজেলাধীন মহাসড়কে সম্প্রতি ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুলিশ ডাকাত গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে।
পূর্বকোণ/মাহমুদ