কক্সবাজারের উখিয়ায় অগ্রণী ব্যাংক পিএলসি’র মরিচ্যা শাখার উদ্যোগে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।
অগ্রণী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম দক্ষিণের উপ-মহাপরিচালক ও পার্বত্য অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ শাহজাদুল আলমের সভাপতিত্বে রবিবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান।
তিনি বলেন, ছোট টাকা, নষ্ট টাকা, পোড়া টাকা না নেয়াসহ জাল নোটের বিষয়ে সকল ব্যাংকারদের আরও সচেতন হবে। টাকা ছাপানোর পেছনেও অনেক টাকা খরচ হয়। মানিব্যাগ বা ওয়ালেট ব্যবহার না করার কারণে আমাদের টাকা নষ্ট হয়। বাইরের দেশে টাকা ৮-১০ বছর ভাল থাকে কিন্তু আমাদের দেশে ৪-৫ বছর যায়। মোবাইল এপসের মাধ্যমে এখন ব্যাংকের লেনদেন আরও সহজ হয়েছে। ব্যাংক থেকে বিভিন্ন কেনাকাটায় এপসের মাধ্যমে পে করতে পারেন গ্রাহকেরা। এছাড়া ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং সহজে এপেও টাকা আনা যায় বলে জানান তিনি। সেক্ষেত্রে বিকাশ প্রতারক থেকে সাবধান থাকার কথা বলেন। এছাড়া ডিজিটাল লেনদেনে গ্রাহকদের আরও বেশি সচেতন ও উৎসাহী হওয়ার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম ও যুগ্ম পরিচালক (ক্যাশ) বরকত উল্লাহ চৌধুরী।
অতিথিদের বক্তব্য শেষে জাল নোট চেনার উপায়, তৈরি, নিজের কাছে রাখার শাস্তি ও জাল নোটের ব্যাপারে সচেতন করতে প্রজেক্টেরের মাধ্যমে গ্রাহকদের ভিডিও প্রদর্শনী দেখিয়ে সচেতন করেন ও বিষদ আলোচনা করেন।
সমাপনী বক্তব্যে উপস্থিত গ্রাহকদের বিভিন্ন প্রশ্ন ও সচেতনতামূলক আলোচনা করে ওয়ার্কশপের সমাপ্তি ঘোষণা করেন। এ সময় অগ্রণী ব্যাংকের মরিচ্যা শাখার ব্যবস্থাপক মু. বেলালুর রহমানসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অগ্রণী ব্যাংকের মরিচ্যা শাখার অফিসার অরুপ দাশ।
পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ