চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে পুকুরে ডুবে মিজবাহ উদ্দীন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার বড়উঠান ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডাকপাড়া এলাকার জমিয়াতুল মামুর জামে মসজিদের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজবাহ উদ্দীন ওই এলাকার আশার বাপের বাড়ির শামসুল আলম মিস্ত্রির ছেলে ও ডাকপাড়া এলাকার আল মোস্তফা (স:) ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার নার্সারির ছাত্র।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশু মিজবাহ খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে আনোয়ারা হলি হেলথ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিজবাহ উদ্দীনকে মৃত ঘোষণা করেন।
আল মোস্তফা (স:) ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ নুর উদ্দিন রুবেল বলেন, আমার মাদ্রাসার শিক্ষার্থী মিজবাহ সকালে মাদ্রাসায় আসে। দুপুর বারোটায় তাকে ছুটি দেওয়া হয়। পরে বিষয়টি শুনে খুবই মর্মাহত হয়ে পড়েছি। এমন মৃত্যু কখনো কাম্য নয়।
নিহত শিশুর পিতা শামসুল আলম মিস্ত্রি বলেন, আমি কাজে ছিলাম। হঠাৎ ফোনে বিষয়টি শুনে যেন আকাশ থেকে চাঁদ ভেঙে পড়ে।
পূর্বকোণ/পিআর/এএইচ