চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

৭ অক্টোবর, ২০২৪ | ২:২০ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসলে নেমে আজমাইনুল হক (১২) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।

 

নিখোঁজ আজমাইনুল কক্সবাজার পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং শহরের পিটি স্কুল এলাকার বাসিন্দা করুমুল হকের ছেলে।

 

সি সেইফ লাইফগার্ডের ইনচার্জ সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ ওসমান জানান, আজমাইনুল এবং তার কয়েকজন বন্ধু স্কুল ছুটি করে সমুদ্র সৈকতে আসে এবং ফুটবল খেলার পর গোসল করতে নামে। গোসল করার সময় স্রোতের টানে আজমাইনুলসহ দুজন নিখোঁজ হয়। পরে একজনকে উদ্ধার করা গেলেও আজমাইনুলকে এখনও পাওয়া যায়নি।

 

নিখোঁজ আজমাইনুলকে উদ্ধারে সি সেইফের কর্মীরা তৎপর রয়েছে। তারা সমুদ্রের বিভিন্ন এলাকায় খোঁজাখুজি চালিয়ে যাচ্ছেন।

 

স্থানীয়দের দাবি, নিখোঁজের সময় বেশি হয়ে গেলে মৃত্যুর আশঙ্কা হতে পারে। তাই প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত খুঁজে বের করা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট