চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে শিশু আহত চকরিয়ায়

চকরিয়া সংবাদদাতা

৫ জুলাই, ২০২৪ | ৪:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে অজ্ঞাতনামা এক শিশু আহত হয়েছে। তার বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। ধারনা করা হচ্ছে- ওই শিশুর আনুমানিক বয়স ১৩ বছর। তবে এখনো তার নাম জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হোসেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই শিশুর পিতার সাথে যোগাযোগ হয়েছে। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানা এলাকায়। শিশুটি কক্সবাজার থেকে ট্রেনের ছাদে করে চট্টগ্রামে যাচ্ছিল বলে ধারনা করা হচ্ছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট