চট্টগ্রাম শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় তিন ‘কিশোর গ্যাং’ সদস্য ধরা

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৪ | ১:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ধারালো ছুরিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কিশোর গ্যাং সদস্য বলে জানিয়েছে পুলিশ।

 

শুক্রবার (২২ জুন) রাতে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সংলগ্ন মাইনু ফুডসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলো- উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজমুল ইসলাম ইমন, একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবীর মাহমুদ শাওন ও লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাঈদ হোসেন রানা।

 

স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের নানা অপকর্মে এলাকাবাসী অতিষ্ট। রাতে সুযোগ বুঝে তারা রাস্তায় চলাচলকারীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করতো।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে গ্রেপ্তার নাজমুলের কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। তারা ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের আজ (২২ জুন) সকালে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট