চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

এক বছরে রঙিন ফুলকপি চাষ বেড়েছে দশ গুণ !

ফুলকপিতে কৃষকের বাজিমাত

সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড

৩১ জানুয়ারি, ২০২৪ | ১১:১৯ পূর্বাহ্ণ

অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ ‘রঙিন ফুলকপি’ চাষে আবারো বাজিমাত করলেন সীতাকুণ্ডের কৃষকরা। দ্বিতীয় বারের এ সবজির বাম্পার ফলনে খুশি কৃষক ও কৃষি বিভাগ। শুধু তাই নয়, এবার গতবারের চেয়ে দশ গুণ বেশি জমিতে রঙিন ফুলকপির চাষ হয়েছে। যা দেশের কৃষি আরো সমৃদ্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর প্রথমবারেব মতো সীতাকু- উপজেলায় রঙিন (হলুদ-বেগুনী) ফুলকপি চাষের পরিকল্পনা নেয় উপজেলা কৃষি বিভাগ। কিন্তু এ ফুলকপির চাহিদা কেমন হবে তা ভেবে অনিশ্চয়তার ঝুঁকি নিতে চাননি অধিকাংশ কৃষকই। কিন্তু ব্যতিক্রম হিসেবে এগিয়ে আসেন একজন। জাহাঙ্গীর আলম নামক ঐ কৃষক আগ্রহী হলে তাকে পরামর্শসহ যাবতীয় সহযোগিতা করেন কৃষি কর্মকর্তারা। ফলে প্রথম চাষেই বাজিমাত করেন তিনি। গতবারের সেই চাষ দেখতে মাঠে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, সাংবাদিকসহ নানান শ্রেণির মানুষ।

 

সেই ধারাবাহিকতায় জাহাঙ্গীর এবারোও চাষ করেছেন সেই রঙিন ফুলকপি। কৃষক জাহাঙ্গীর জানান, গত বছর কৃষি কর্মকর্তার পরামর্শে উপজেলার ফৌজদারহাট এলাকায় প্রথমবারের মতো জমিতে অল্প ফুলকপির চাষ করেছিলেন তিনি। তাদের পরামর্শ মেনে চাষ করার পর মিলেছে সফলতা। উৎপাদিত রঙিন ফুলকপি বিক্রি করে খরচের দ্বিগুণেরও অধিক টাকা লাভ করেছেন তিনি। তারই ধারাবাহিকতা এবার তিনি নিজের জমিতে দুই হাজার রঙিন ফুলকপির চারা রোপণ করেছিলেন। ইতিমধ্যেই বেশ কিছু ফুলকপি ১০০ টাকা দরে বাজারে বিক্রি করেছেন।

 

এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবীব উল্লাহ জানান, গতবার এ উপজেলায় প্রায় ১০ হেক্টর জমিতে রঙিন ফুলকপি চাষ হয়েছিল। এবার উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট, পৌরসদরের নুনাছড়া, টেরিয়াইল ও ভাটিয়ারীর ফুলতলাসহ ৯টি ইউনিয়নে ৯৫ হেক্টর জমিতে ফুলকপির আবাদ করেছেন ৪৫ জন কৃষক। তাদের জমিতে ১২ হাজার রঙিন ফুলকপির আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ১০ গুণ বেশি! তিনি আরো জানান, রঙিন ফুলকপি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সার, সেক্সফেরোমেন ফাঁদসহ প্রয়োজনীয় সহায়তা কৃষি কার্যালয় থেকে দেওয়া হয়েছে। রঙিন ফুলকপি এবং সাদা ফুলকপির মধ্যে পার্থক্য শুধু বীজে। চাষ পদ্ধতির অন্যান্য সকল প্রক্রিয়া একই। কিন্তু বাজার মূল্য সাদা ফুলকপির তুলনায় রঙিন ফুলকপির ২০ থেকে ২৫ টাকা বেশি।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট