চট্টগ্রাম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিতে আনোয়ারায় যুবলীগের স্মারকলিপি

আনোয়ারা সংবাদদাতা

৯ আগস্ট, ২০২৩ | ৫:২৫ অপরাহ্ণ

বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে আনোয়ারা উপজেলা যুবলীগ। বুধবার (৯ আগস্ট) দুপুরে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

 

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তীর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য নিজামুল হক, রেজাউল করিম চৌধুরীর আনিছ, সাইফুল ইসলাম, বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাবের আহাম্মেদ, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার মোহাম্মদ হান্নান, আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আদিত্য দাশ শুভ, হাইলধর ইউনিয়ন যুবলীগ নেতা খালেদ মাহমুদ ও মুহাইমিন রিয়াদ, শ্যামল চৌধুরী, সবুজ দত্ত প্রমুখ।

 

স্মারকলিপি প্রদান শেষে যুবলীগের যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী বলেন, এখনো বঙ্গবন্ধুর খুনিদের কয়েকজন দেশের বাইরে পলাতক আছে। তাদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। খুনিদের যেসব দোসর এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দেশপ্রেমিক যুবসমাজ তথা শান্তিপ্রিয় দেশবাসীর প্রত্যাশা।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট