চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বজ্রপাতে ভেঙে গেল শতবর্ষী বটগাছ, বাঁশখালীতে তীব্র যানজট

বাঁশখালী সংবাদদাতা

১৭ জুন, ২০২৩ | ২:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পিএবি আঞ্চলিক সড়কে বজ্রপাতে একটি শতবর্ষী বটগাছ ভেঙে গেছে। এতে সড়কের দুই-তিন কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

 

শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১২টায় সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, সকাল থেকে আকাশ মেঘলা ছিল। সাড়ে ১২টায় উপজেলার সাধনপুর ইউনিয়নের পিএবি আঞ্চলিক সড়কে হঠাৎ বজ্রপাতে শতবর্ষী একটি বটগাছ ভেঙে রাস্তায় পড়ে যায়। এতে দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই সড়ক দিয়ে চট্টগ্রাম থেকে পেকুয়া, মহেশখালী ও সাতকানিয়ায় প্রতিদিন অসংখ্য যাত্রী যাওয়া-আসা করে।

 

সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাউদ্দীন বলেন, বটগাছটি প্রায় ১০০ বছরের পুরোনো। বজ্রপাতে ভেঙে পড়ে দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এই যানজট প্রায় দুই থেকে তিন কিলোমিটার এলাকাজুড়ে হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে সরিয়ে ফেলার কাজ শুরু করেছে। যান চলাচল স্বাভাবিক হতে ১ ঘণ্টা লাগতে পারে ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট