চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ সূত্রধর (৪৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার করলডেঙ্গা মাজার গেট এলাকায় একটি ভবনের সিঁড়ি ঘরে টিন লাগানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
নিহত পলাশ সূত্রধর উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের অনিল সূত্রধরের ছেলে। তার দুই ছেলে রয়েছে।
পলাশের ছোট ভাই সুকুমার সূত্রধর জানান, একতলা ভবনের সিঁড়িঘরের ছাউনির জন্য টিন লাগাচ্ছিল তারা। এ সময় টিন হাতে দাঁড়ালে দমকা বাতাসের তোড়ে টিনসহ পলাশ বিদ্যুৎ সঞ্চালন লাইনের বৈদ্যুতিক তারের ওপর পড়ে যান। বিদ্যুৎ সরবরাহ বন্ধের পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়তা দাশ হিমু বলেন, পলাশ নামে একব্যক্তিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।
পূর্বকোণ/এএইচ