টেকনাফ সদরের মৌলভীপাড়ায় চিংড়ি ব্যবসার পাওনা টাকা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত রবিউল হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মৌলভী পাড়ার আবদুল করিমের ছেলে।
রবিবার (১১ জুন) দুপুরে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।
টেকনাফ সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য খালেদা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টেকনাফ সদরের মৌলভীপাড়া এলাকায় চিংড়ির টাকার লেনদেন নিয়ে রবিউল হাসান নামে এক যুবক দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।’
নিহত রবিউল হাসানের বড় ভাই আবদুল্লাহ বলেন, ‘চিংড়ি প্রজেক্টের টাকার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে মৌলভী পাড়ার একটি মার্কেটের সামনে গতকাল শনিবার সন্ধ্যায় রবিউল হাসানকে হঠাৎ ছুরিকাঘাত করে সাইফুল পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আজ রবিবার দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রাম চমেক হাসপাতালে নেয়ার পথে আমার ভাই রবিউল হাসান মারা যায়। এ ঘটনায় সাইফুলসহ ৫ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।’
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
পূর্বকোণ/পিআর/এএইচ