চট্টগ্রাম রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

কর্ণফুলীতে দ্রুত জরুরি বিভাগ চালুর সিদ্ধান্ত

কর্ণফুলী সংবাদদাতা

৪ জুন, ২০২৩ | ১০:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে বড়উঠান ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (অস্থায়ী) কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ চালু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম নাওশেদ রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান তালুকদার, আবাসিক মেডিকেল অফিসার ডা. সিরাজুল আশফাক, সমাজসেবী সাজ্জাদ আলী খান মিঠু, কর্ণফুলী প্রেস ক্লাব সভাপতি মোর্শেদুর রহমান নয়ন প্রমুখ।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, উপজেলার স্থায়ী স্বাস্থ্য কমপ্লেক্সের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্থায়ী স্বাস্থ্য কমপ্লেক্সে না থাকায় ইনডোট জরুরি বিভাগ চালু করা যায়নি। বঙ্গবন্ধু টানেল চালু হলে সংযোগ সড়ক দিয়ে গাড়ির যাতায়ত বাড়লে সড়ক দুর্ঘটনা বাড়ার শঙ্কাও দেখা দিয়েছে। তাই টানেল সংযোগ সড়কের পাশে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ চালু করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

 

পূর্বকোণ/নয়ন/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট